New Add1

Friday, August 29, 2025

সৎকাজের লিস্ট পর্ব ১

 সৎকাজের লিস্ট পর্ব ১


পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন:

وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنْزَلَ رَبُّكُمْ ۚ قَالُوا خَيْرًا ۗ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ۖ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ ۚ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ

অর্থ:
“আর বলা হবে মুত্তাকীদের উদ্দেশ্যে: ‘তোমাদের প্রতিপালক কী নাযিল করেছেন?’ তারা বলবে, ‘কল্যাণ।’ যারা এই দুনিয়ায় সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে কল্যাণ; আর আখেরাতের আবাস তো আরো উত্তম। আর কতই না চমৎকার মুত্তাকীদের আবাসস্থল।” (সূরা আন-নাহল: ১৬:৩০)

আলহামদুলিল্লাহ ।

১০০০ সৎকাজের তালিকা :

পর্ব – ১ (প্রথম ১০০)
আসুন আমরা সবাই সৎকাজে নিজেকে অভ্যস্ত করি। প্রতিটি ছোট কাজও আল্লাহর কাছে মহান।

আল্লাহর হক (ইবাদত)

1. আল্লাহর উপর ঈমান আনা

2. পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা

3. রমজানের রোজা রাখা

4. যাকাত দেওয়া

5. হজ করা (সক্ষম হলে)

6. কুরআন তিলাওয়াত করা

7. আল্লাহর জিকির করা

8. তওবা করা

9. নফল নামাজ পড়া

10. নফল রোজা রাখা

পরিবার ও আত্মীয়তার সৎকাজ

11. বাবা-মায়ের খেদমত করা

12. বাবা-মায়ের জন্য দোয়া করা

13. স্ত্রীর হক আদায় করা

14. সন্তানের সঠিক লালন-পালন করা

15. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা

16. ভাই-বোনকে সাহায্য করা

17. আত্মীয়কে উপহার দেওয়া

18. আত্মীয়ের দুঃখে পাশে দাঁড়ানো

19. আত্মীয়ের সাথে যোগাযোগ রাখা

20. বয়স্ক আত্মীয়কে সম্মান করা

মানুষের সাথে সৎ ব্যবহার

21. সত্য কথা বলা

22. প্রতিশ্রুতি পালন করা

23. আমানত রক্ষা করা

24. অন্যের হক আদায় করা

25. অন্যকে কষ্ট না দেওয়া

26. কারো ভুল ক্ষমা করা

27. অন্যের দুঃখে সান্ত্বনা দেওয়া

28. ছোটদের প্রতি মায়া করা

29. বড়দের সম্মান করা

30. প্রতিবেশীর হক আদায় করা

দান ও সাহায্য

31. গরিবকে সাহায্য করা

32. ক্ষুধার্তকে খাওয়ানো

33. পানির তৃষ্ণা মেটানো

34. এতিমের হক রক্ষা করা

35. গোপনে দান করা

36. মসজিদে দান করা

37. শিক্ষা কাজে দান করা

38. অসুস্থকে সহায়তা করা

39. অভাবীদের কাপড় দেওয়া

40. দেনা শোধে সহায়তা করা

সমাজ ও পরিবেশ

41. গাছ লাগানো

42. পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো

43. রাস্তা পরিষ্কার রাখা

44. প্রাণীর প্রতি দয়া করা

45. পানি অপচয় না করা

46. বিদ্যুৎ অপচয় না করা

47. জনসাধারণের সম্পদ রক্ষা করা

48. পরিবেশ পরিষ্কার রাখা

49. মসজিদ পরিষ্কার রাখা

50. নিজের ঘর পরিষ্কার রাখা

জ্ঞান ও দাওয়াহ

51. দ্বীনি জ্ঞান অর্জন করা

52. দ্বীনি জ্ঞান অন্যকে শেখানো

53. দাওয়াহ দেওয়া

54. সৎকাজের আদেশ করা

55. অসৎকাজ থেকে বারণ করা

56. কলম দিয়ে দ্বীন প্রচার করা

57. ইসলামি বই পড়া

58. ইসলামি বই বিতরণ করা

59. শিশুদের কুরআন শিক্ষা দেওয়া

60. দ্বীনি মাহফিলে অংশ নেওয়া

নৈতিকতা ও চরিত্র

61. বিনয়ী হওয়া

62. অহংকার থেকে বাঁচা

63. হিংসা থেকে বাঁচা

64. রাগ নিয়ন্ত্রণ করা

65. কৃতজ্ঞতা প্রকাশ করা

66. ধৈর্য ধারণ করা

67. ভদ্রভাবে কথা বলা

68. কারো গোপন রক্ষা করা

69. কারো দোষ না খোঁজা

70. হাসিমুখে কথা বলা

অন্যান্য সৎকাজ

71. অতিথিকে আপ্যায়ন করা

72. প্রতিবেশীকে উপহার দেওয়া

73. অসুস্থকে দেখতে যাওয়া

74. লাশ দাফনে অংশ নেওয়া

75. জানাযায় অংশগ্রহণ করা

76. সওয়াবের নিয়তে ইবাদত করা

77. আল্লাহর পথে ব্যয় করা

78. কবর জিয়ারত করা (সুন্নত অনুযায়ী)

79. ভালো বন্ধু নির্বাচন করা

80. অন্যকে সালাম দেওয়া

আরও ছোট ছোট সৎকাজ

81. সময়মতো নামাজ পড়া

82. ফজরের পর কুরআন পড়া

83. রাতে তাহাজ্জুদ পড়া

84. অন্যের জন্য দোয়া করা

85. নিজের ভুল স্বীকার করা

86. অন্যকে কষ্ট না দেওয়া

87. কাউকে প্রতারণা না করা

88. সুদ থেকে দূরে থাকা

89. গীবত থেকে বাঁচা

90. নেশা থেকে বাঁচা

91. হালাল উপার্জন করা

92. বাজারে সততার সাথে ব্যবসা করা

93. দামে প্রতারণা না করা

94. কর্মচারীর হক দেওয়া

95. কারো ওপর জুলুম না করা

96. দুর্বলদের সহায়তা করা

97. যাত্রীকে সাহায্য করা

98. ভ্রমণে সাথীর খেয়াল রাখা

99. শিক্ষকের সম্মান করা

100. ছাত্রকে ভালোবাসা

পরবর্তী পোস্টে আসছে "১০০০ সৎকাজ – পর্ব ২" (পরের ১০০)
ইনশাআল্লাহ

#কুরআন #হাদিস#everyone#followers

No comments:

Post a Comment